ভালোবাসার গল্প পর্ব ৪ - ইয়াদিরা (সম্পাদনা)

bhalobasar-golpo-part-4


ভালোবাসার গল্প
পর্ব  - ৪

In Google

In Amazon

In Kobo

In Apple   Available Soon ...


প্রকাশনা তথ্য


প্রথম প্রকাশ
জুন ২০২২, আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ


প্রথম বৈদ্যুতিন সংস্করণ
আষাঢ় ১৪২৯, জুন ২০২২


প্রচ্ছদ
ইয়াদিরা


প্রকাশক
সুনীল আকাশ আত্মপ্রকাশ কেন্দ্র (SAAP) প্রকাশনা,
1215-40, Gordonridge Place,
Scarborough, Ontario : M1K 4H8, Canada.






                                                                                                                     
ভূমিকা

মানবজীবন একটি প্রবৃত্তি দ্বারা পরিচালিত, পরিপালিত বা অতিবাহিত হয় না। সাড়া জীবনে মানুষ নানারকম স্বাদ গ্রহণ করে, ইচ্ছা, অনিচ্ছা, আকস্মিক নানারূপের আমাদের জীবন স্বাদগুলো নিয়ে থাকে। বহুকিছু শুধুমাত্র চাওয়ারূপেই থেকে যায়, বহু না চাইতে আসে, আর এমনও অনেক থাকে যা আছে কিন্তু চাই না। গন্তব্যে পৌঁছলে আনন্দ যে ক্ষীণ হতে ক্ষীণতর হয়ে আসে। চলার নাম জীবন। থেমে থাকা জীবন নয়। জীবন চলার পথে যাত্রাসঙ্গী মনের মতো হলেই পথচলায় প্রশান্তিময় হয়, কে এমন নিশ্চিত করে বলতে পারে। ভালোবাসার কালজয়ী গল্পগুলো প্রায় সবই বিচ্ছেদের। আর এই বিচ্ছেদই হয়তো জীবনের পরবর্তী পথচলায় পাথেয় হয়ে মঙ্গল বয়ে আনে। আবার হয়তো সবই ভুল। পাওয়াটাই আসল, না, না-পাওয়াটাই অর্থহীন, বা হেরে যাওয়া। এটা নির্ভর করে মানসিকতার উপর, জীবনবোধের উপর হয়তো অনেকটা আর্থ-সামাজিক পরিস্থিতির উপরও। কে জানে মানুষের মনের খবর। যে মানুষ নিজেই নিজেকে চিনতে পারে না, তাকে অন্যকেউ কি করে চিনবে।

বেঁচে থাকলে হলে ভালোবাসার একান্তই দরকার, নাকি, না-ভালোবেসেও ভালো থাকা যায়। কোথায় এর স্বার্থকতা, কতটুকু এর প্রয়োজনীয়তা, ভালোবাসার জন্মইবা নেয় কেন মানব হৃদয়ে, এক ভালোবাসার পর আরেক ভালোবাসার জন্ম নেয় কি করে, কোনটা ঠিক, কোনটা বেঠিক, ভালোবাসি তাই অন্যসব ত্যাগ করবো, ভালোবাসি বলেই নিজেকে তার মনমতো তৈরি করতে হবে। এরকম নানান প্রশ্ন কম-বেশি প্রতিটা মানুষই নিজেকে করে, জীবন নামক গোলক ধাঁধায় কেউ উত্তর পায়, কেউবা পায় না; আবার একের উত্তর অন্যের সাথে মেলে না।

এই মেলা আর না-মেলার জীবন-জিজ্ঞাসার কয়েকটি নমুনা মাত্র এখানে সংকলিত হলো।

পাঠকের ভালো লাগলে তবেই সার্থক।

ইয়াদিরা
২৪/০৬/২০২২


গল্পসূচি



রামধনুর রঙ - নীলরতন মুখোপাধ্যায়

বেলা ব্যানার্জীর প্রেম - সরদার জয়েন উদ্দীন

গুণিন - সমরেশ বসু

শা’নযর - শাহেদ আলী

কাগাবগা গীতিকা - মহাশ্বেতা দেবী

সেই লোকটি, সেই মেয়েটি আর সেই মাছটির গল্প - শামসুদ্দীন আবুল কালাম

প্রথম প্রেম - রশীদ করীম

আবর্ত - আবু ইসহাক

লালমোতিয়া -আহমদ মীর

যখন সুরভি - আনিস চৌধুরী

রহস্যময়ী - বরেন গঙ্গোপাধ্যায়

একটি গাছ, ছায়া নেই - সুচরিত চৌধুরী

লালীর জন্য - সৈয়দ মুস্তাফা সিরাজ

লাল মেঘ - আবদুল গাফফার চৌধুরী

পেরিয়ে যাওয়া - কবিতা সিংহ


Share:

Post a Comment

Copyright © SAAP Publication.