প্রকাশনা তথ্য
প্রথম বৈদ্যুতিন সংস্করণ
১৪২৮ ভাদ্র ২০২১ নভেম্বর
প্রচ্ছদ
প্রকাশক
সুনীল আকাশ আত্মপ্রকাশ কেন্দ্র (SAAP) প্রকাশনা,
1215-40, Gordonridge Place,
Scarborough, Ontario : M1K 4H8, Canada.
বই সম্পর্কে
কামালের জীবনযাত্রা তাঁর (সুনীলদা) মানস জগতে আলোড়ন তুলেছিল বলেই কলম তুলে নিতে দ্বিধা করেন নি সুনীলদা। কামালকে নিয়ে লিখেছেন ভালোবাসা প্রেম নয় এর মতো উপন্যাস। এক অনুপুঙ্খ কামাল সেখানে দৃষ্ট। মানুষ কামাল ও তাঁর ভালোবাসার এক উপাখ্যান কামালকে যেমন মনে হয় অকপট, অকৃত্রিম, নির্মল, তেমনি কর্তব্যকর্মে নিশ্চল, কঠোর, দৃঢ়। মানবতার ডাকে সুনীলদা তাঁর এই বন্ধুকে আহ্বান জানান,
আয় কানাই, আয় কামাল তোরা আয়
পৃথিবী ভর্তি বুড়োখোকাদের পাগলামি দেখ
আমরা একটা গাছ তলায় দাঁড়িয়ে হাসাহাসি করি!
—একটা গাছ তলায় দাঁড়িয়ে - সুনীল গঙ্গোপাধ্যায়
যার জীবন নামের প্রপঞ্চের পটে মানবতা আঁকা, সেই বিশাল পটের এক ক্ষুদ্রাংশ ‘ইমেইলে স্মৃতির আঙ্গিনায়’।
বেশ কয়েক বছর আগে অর্ন্তজালে আমাদের পরিচয়। দুজনের কথোপকথন সাহিত্যিক আর মানবিক বিভিন্ন আলোচনায় সীমাবদ্ধ। একদিন আমার ইমেইলের ঠিকানা চেয়ে বললেন একটি পাণ্ডুলিপি পাঠাবেন। পাণ্ডুলিপি কিছুটা অগোছালো আছে। আমি যেন দেখি, কোন পরামর্শ থাকলে যেন জানাই। ঘটনাগুলোর ক্রম অগোছালোর কারণে সময় নিয়ে পড়তে হলো। ভঙ্গিমা বিচারে লেখাটিতে নতুনত্ব খুঁজে পাওয়া যায়, আঙ্গিক বিচারে একে উপন্যাস, আখ্যায়িকা না নতুন কোন নামে সংজ্ঞায়িত হবে তা পাঠান্তে পাঠকই নির্ধারণ করবেন আশা করি। পড়ে ভালো লাগার কারণ, দুজন অসমবয়সী মানব-মানবীর ভালোবাসার আকুলতা, মান-অভিমান, বাঙালীর চিরচেনা পারিবারিক জটিলতার জগত।
ইয়াদিরা আমরান
আয় কানাই, আয় কামাল তোরা আয়
পৃথিবী ভর্তি বুড়োখোকাদের পাগলামি দেখ
আমরা একটা গাছ তলায় দাঁড়িয়ে হাসাহাসি করি!
—একটা গাছ তলায় দাঁড়িয়ে - সুনীল গঙ্গোপাধ্যায়
যার জীবন নামের প্রপঞ্চের পটে মানবতা আঁকা, সেই বিশাল পটের এক ক্ষুদ্রাংশ ‘ইমেইলে স্মৃতির আঙ্গিনায়’।
বেশ কয়েক বছর আগে অর্ন্তজালে আমাদের পরিচয়। দুজনের কথোপকথন সাহিত্যিক আর মানবিক বিভিন্ন আলোচনায় সীমাবদ্ধ। একদিন আমার ইমেইলের ঠিকানা চেয়ে বললেন একটি পাণ্ডুলিপি পাঠাবেন। পাণ্ডুলিপি কিছুটা অগোছালো আছে। আমি যেন দেখি, কোন পরামর্শ থাকলে যেন জানাই। ঘটনাগুলোর ক্রম অগোছালোর কারণে সময় নিয়ে পড়তে হলো। ভঙ্গিমা বিচারে লেখাটিতে নতুনত্ব খুঁজে পাওয়া যায়, আঙ্গিক বিচারে একে উপন্যাস, আখ্যায়িকা না নতুন কোন নামে সংজ্ঞায়িত হবে তা পাঠান্তে পাঠকই নির্ধারণ করবেন আশা করি। পড়ে ভালো লাগার কারণ, দুজন অসমবয়সী মানব-মানবীর ভালোবাসার আকুলতা, মান-অভিমান, বাঙালীর চিরচেনা পারিবারিক জটিলতার জগত।
ইয়াদিরা আমরান
Post a Comment